ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এর নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামছেন সাকিব আল হাসানের অল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল সাকিবের পুরাতন দল সানরাইজার্স হায়দারাবাদের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স।
বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৮ টায়। বাংলাদেশ থেকে আইপিএলের সব কয়টি ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে। এছাড়াও বাংলাদেশ থেকে এই টুর্নামেন্টের সবকয়টি ম্যাচে দেখা যাবে গাজী টিভিতে (জিটিভি)। এছাড়াও অনলাইনে দেখা যাবে র্যাবিটহোলে অ্যাপস এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে।
তবে প্রথম ম্যাচে সাকিব খেলবেন কিনা সেটা নিয়ে সংশয়ের শেষ নেই। কেননা কলকাতার একাদশে চার বিদেশির মধ্যে দুজনের জায়গা নিশ্চিত। এরা হলেন অধিনায়ক ইয়ন মরগান এবং মারকুটে অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এছাড়াও তাদের দলের সবচেয়ে দামি ফাস্ট বোলার প্যাট কামিন্স থাকছেন একাদশে।
অন্য জায়গার জন্য রয়েছেন সাকিব আল হাসান, সুনিল নারিন, টিম সেইফার্ট, লকি ফার্গুসন, ও বেন কাটিং। তবে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন সাকিব আল হাসান।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ : শুভমান গিল, রাহুল ত্রিপাঠি / ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, ইয়ন মরগান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেট কিপার), আন্দ্রে রাসেল, সুনীল নারাইন / সাকিব আল হাসান, প্যাট কামিনস, শিবম মাভি / হরভজন সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী।