ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর দ্বিতীয় ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস। বাংলাদেশ সময় রাত ৮ টায় মুখোমুখি হবে এই দুই দল। গত বছর আইপিএল অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। তবে এবারের আইপিএলে সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতে। বেঙ্গালুরু, মুম্বাই, আহমেদাবাদ, নতুনদিল্লি, চেন্নাই এবং কলকাতায় খেলার ভেন্যু।
বাংলাদেশ থেকে আইপিএলের সব কয়টি ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে। এছাড়াও বাংলাদেশ থেকে এই টুর্নামেন্টের সবকয়টি ম্যাচে দেখা যাবে গাজী টিভিতে (জিটিভি)। এছাড়াও অনলাইনে দেখা যাবে র্যাবিটহোলে অ্যাপস এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে।
চেন্নাই সুপার কিংস : মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, এন জাগাদীশান, ফাফ ডু প্লেসিস, ঋতুরাজ গায়কোয়াদ, স্যাম কারান, রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, মিচেল স্যান্টনার, জশ হ্যাজলউড, শার্দুল ঠাকুর, করণ শর্মা, কেএম আসিফ, ইমরান তাহির, সাই কিশোর, দীপক চাহার, লুঙ্গি এনগিডি, কে গৌতম মঈন আল, চেতেশ্বর পূজারা, কে ভগত ভার্মা, সি হারি নিশান্ত, এম হারিশঙ্কর রেড্ডি।
দিল্লী ক্যাপিটালস : শ্রেয়াস আইয়ার, রিশভ পান্ট, শিখর ধাওয়ান, পৃথ্বী শাও, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, আজিঙ্কা রাহানে, অক্ষর প্যাটেল, অমিত মিশ্র, আবেশ খান, মার্কাস স্টয়নিস, শিমরন হেটমেয়ার, কাগিসো রাবাদা, অ্যানরিখ নরকিয়া, প্রবীন ডুবে, ললিত যাদব, ক্রিস ওকস, টম কারান, স্টিভেন স্মিথ, স্যাম বিলিংস, উমেশ যাদব, রিপাল পেটেল, বিষ্ণু বিনোদ, লুকমান মেরিওয়ালা, এম সিদ্ধার্থ।