জাতীয় ক্রিকেট লিগের দুর্দান্ত পারফরম্যান্স করে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তরুণ ফাস্ট বোলার মাহিদুল ইসলাম মুগ্ধ।
জাতীয় লিগের সবশেষ রাউন্ডে রংপুরে সবুজ ঘাসের উইকেট ১২ উইকেট নেন মুকিদুল। ২০ বছর বয়সী এই পেসার বছর দুয়েক ধরেই হাই পারফরম্যান্স স্কোয়াড, বাংলাদেশ ইমার্জিং দল ও ‘এ’ দলের নিয়মিত মুখ। কিন্তু একটি সময় ছিল ব্যক্তিগত হাটা চলাচল করার জন্য তার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল।
ডাক্তারের পরামর্শ ছেলেকে সুস্থ রাখতে হলে পায়ে লোহার জুতো পড়িয়ে রাখতে হবে। ডাক্তারের কথার বরখেলাপ করেননি বাবা, মা। ছেলের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ডাক্তারের সব পরামর্শ মেনেছেন তারা।
টাইগারদের ২১ সদস্যের দলে থাকলেও মুল দলে থাকবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয় তিনি। তবে শ্রীলঙ্কায় গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ,সেখানে ভালো করলে মুগ্ধর অভিষেক হয়ে যেতে পারে শ্রীলঙ্কাতেই।
জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়ার পর বাংলাদেশ জাতীয় দলের এই ফাস্ট বোলার বলেন, “জাতীয় দলের স্কোয়াডে ডাক পাওয়া আসলেই সম্মানের, তবে আমি কখনোই ভাবিনি যে টেস্ট দলে ডাক পাবো। শ্রীলঙ্কার বিপক্ষে মূল দলে থাকবো কি না জানি না, তবে আমার চেষ্টা থাকবে অনুশীলন ম্যাচে ভালো করার।