শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১২ এপ্রিল শ্রীলংকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল। ২১ সদস্যের দলে সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। এরমধ্যে রয়েছে গত কয়েকটি আসরে দুর্দান্ত বোলিং করা তরুণ ফাস্ট বোলার মাহিদুল ইসলাম মুগ্ধ।
প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন ‘আমরা শ্রীলঙ্কায় প্রাথমিক স্কোয়াড নিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছি কারণ এটা আমাদের প্রস্তুতিতে সাহায্য করবে। এছাড়া আমরা যাদেরকে লঙ্গার ভার্সনের জন্য ভবিষ্যত মনে করছি তারা এক্সপোজার পাবে।’
শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডঃ
মুমিনুল হক, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম অনিক, আবু জায়েদ চৌধুরী রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, তাসকিন আহমেদ,
এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, শহিদুল ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।