শ্রীলঙ্কা সিরিজের আগে বড় ধরনের ধাক্কা খেলো বাংলাদেশ দল।

সাকিব আল হাসান এর পরিবর্তে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ফেরার কথা ছিল মাহমুদুল্লাহ রিয়াদের। কিন্তু নিউজিল্যান্ডের থেকে নিয়ে আসা ইনজুরির এখনও ভোগাচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদকে। গতকাল পড়ন্ত বিকেলে হঠাৎ করেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

যদিও এর আগে মাঠে এসে অনুশীলন করেছেন মুশফিকুর রহিম মমিনুল হক সহ একাধিক ক্রিকেটার। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ এদিন মাঠে এসেছিলেন ফিজিও’র সাথে দেখা করতে। তবে আলোচনা শেষে কি সিদ্ধান্ত হয়েছে তা এখনো জানা যায়নি।

তবে গুঞ্জন উঠেছে ইনজুরি থেকে এখনো সুস্থ হয়ে ওঠেন নি মাহমুদুল্লাহ রিয়াদ। আর এই কারনেই স্কোয়াড ঘোষণা করতে দেরি করছে নির্বাচকরা। শ্রীলঙ্কা সিরিজে তার ফেরার জোরালো সম্ভাবনা থাকলেও, ভিন্ন সূত্রে খবর তিনি শ্রীলঙ্কাগামী বাংলাদেশ দলের সাথে যাচ্ছেন না মাহমুদুল্লাহ রিয়াদ।

সাকিবের পর মাহমুদুল্লাহকেও দলে না পাওয়া লঙ্কান সফরের আগে আরো একটি ধাক্কা বাংলাদেশের জন্য। জটিলতা আরো আছে। শ্রীলঙ্কা সফরের জন্য এদিন বাংলাদেশের দল ঘোষণা করার কথা থাকলেও, তা আপাতত কয়েকদিনের জন্য স্থগিত করেছে ক্রিকেট বোর্ড।





কারণ, লঙ্কায় প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কাউকে দেবে না এসএলসি। ২১ এপ্রিল দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের আগে ১৭ ও ১৮ এপ্রিল নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। সে জন্য ১৮ জন্যের দলকে ২১ জনের নেয়ার পরিকল্পনা নির্বাচকদের। শুক্রবার রাতে ঢাকায় ফিরছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। তার সাথে আলোচনা করে ২১ সদস্যের প্রাথমিক বাংলাদেশ দল শনিবারের মধ্যে দেবেন বিসিবি’র নিবার্চকরা।