আগামীকাল থেকে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমজমাট পূর্ণ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিব আল হাসানকে দলে পেয়ে আনন্দিত কলকাতার উইকেটকিপার-ব্যাটসম্যান দিনেশ কার্তিক। বর্তমানে সাকিব-আল-হাসান যুগের সেরা অলরাউন্ডার এমনটাই জানিয়েছেন কলকাতা সাবেক এই অধিনায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক লাইভে এসে সাকিব আল হাসানকে নিয়ে তিনি বলেন,
“সাকিব অসাধারণ একজন অলরাউন্ডার। বর্তমান যুগে সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন সে। তার মতো একজন অলরাউন্ডারকে আমাদের দলে পেয়ে আমরা আনন্দিত। সে আগেও কলকাতার হয়ে খেলছে। তাকে নিয়ে আমাদের টিমের অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল”।
কলকাতা নাইট রাইডার্স : দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, কামলেশ নাগারকোটি, কুলদীপ যাদব, লকি ফারগুসন, নিতিশ রানা, প্রসিধ কৃষ্ণ, রিঙ্কু সিং, সন্দীপ ওয়ারিয়ার, শিবম মাভি, শুবমান গিল, সুনীল নারাইন, ইয়ন মরগান, প্যাট কামিন্স, রাহুল ত্রিপাঠি, বরুণ চক্রবর্তী, হ্যারি গার্নি, আলী খান, সাকিব আল হাসান, হরভজন সিং, বেন কাটিং, করুণ নায়ার, পবন নেগি, শেলডন জ্যাকসন, ভেঙ্কাটেশ আইয়ার, ভইভব আরোরা।