আইপিএলের উদ্বোধনী ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দেখে নিন দুই দলের চূড়ান্ত স্কোয়াড

আর মাত্র কয়েক ঘন্টা বাকি। আগামীকাল থেকে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমজমাট পূর্ণ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ১৪ তম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে আইপিএলের সবচেয়ে বেশি শিরোপাধারী দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং তারকাখচিত দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮ টায় মুখোমুখি হবে এই দুই দল। করনা ভাইরাসের কারণে গত বছর আইপিএল অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। তবে এবারের আইপিএলে সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতে। বেঙ্গালুরু, মুম্বাই, আহমেদাবাদ, নতুনদিল্লি, চেন্নাই এবং কলকাতায় খেলার ভেন্যু।

বাংলাদেশ থেকে আইপিএলের সব কয়টি ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে। এছাড়াও বাংলাদেশ থেকে এই টুর্নামেন্টের সবকয়টি ম্যাচে দেখা যাবে গাজী টিভিতে (জিটিভি)। এছাড়াও অনলাইনে দেখা যাবে র‍্যাবিটহোলে অ্যাপস এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্কোয়ার্ড : বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, যুযবেন্দ্র চাহাল, দেবদূত পাড়িকাল, জশ ফিলিপ, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, নবদ্বীপ সাইনি, শাহবাজ আহমেদ, পবন দেশপান্ডে, অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন, কাইল জেমিসন, গ্লেন ম্যাক্সওয়েল, ড্যান ক্রিশ্চিয়ান, শচীন বেবি, রজত পতিদার, মোহাম্মদ আজহারউদ্দিন, সুয়াশ প্রভুদেশাই, কেএস ভারত।





মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াড : রোহিত শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, কুইন্টন ডি কক, আনমলপ্রীত সিং ,আদিত্য তারে, ক্রিস লিন, সৌরভ তিওয়ারি, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, কিরন পোলার্ড, জয়ন্ত যাদব, ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহ, মহসিন খান, রাহুল চাহার, অনুকূল রয়। নাথান কোল্টার নাইল, অ্যাডাম মিলনে, পীযুষ চাওলা, জিমি নিশাম, যুধভির চারাক, মার্কো জানসেন, অর্জুন টেন্ডুলকার।