আগামীকাল বাংলাদেশ থেকে আইপিএলে প্রতিটি ম্যাচ সরাসরি দেখবেন যেসব টিভি চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে।

আগামীকাল থেকে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমজমাট পূর্ণ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ১৪ তম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে আইপিএলের সবচেয়ে বেশি শিরোপাধারী দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং তারকাখচিত দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮ টায় মুখোমুখি হবে এই দুই দল। করনা ভাইরাসের কারণে গত বছর আইপিএল অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। তবে এবারের আইপিএলে সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতে।

বাংলাদেশ থেকে আইপিএলের সব কয়টি ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে। এছাড়াও বাংলাদেশ থেকে এই টুর্নামেন্টের সবকয়টি ম্যাচে দেখা যাবে গাজী টিভিতে (জিটিভি)। এছাড়াও অনলাইনে দেখা যাবে র‍্যাবিটহোলে অ্যাপস এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে।





আইপিএলের এবারের আসরে বাংলাদেশ থেকে খেলছেন দুইজন ক্রিকেটার। ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্সের শিবিরে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। খেলেছেন দুটি প্রস্তুতি ম্যাচ। এছাড়াও রাজস্থান রয়েলসের হয়ে খেলতে ভারত পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় দলের ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান।