ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগে নিজেদের মধ্যে তৃতীয় প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ কলকাতা নাইট রাইডার্স এর তৃতীয় প্রস্তুতি ম্যাচে বল হাতে প্রথমে দুর্দান্ত করেন সাকিব। গতকাল উইকেটশূন্য থাকলেও আজ বল হাতে বিধ্বংসী রূপ ধারণ করেছিলেন তিনি।
৪ ওভারে ১ মেডেইন সহ ৮ রানের বিনিময় তুলে নিয়েছেন মূল্যবান দুটি উইকেট। এইদিন সাকিবদের দুর্দান্ত বোলিংয়ে টিম পার্পেল অল আউট হয়েছে ১১৩ রানে। এই একাদশের হয়ে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেছেন ওপেনার রাহুল ত্রিপাঠি।
এইদিন বল হাতে ব্যক্তিগত প্রথম ওভারে সাকিব দেন মাত্র ৬ টি রান। তবে দ্বিতীয় ওভারে এসেই উইকেটের দেখা পান সাকিব। সেইফার্টকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে আউট করেন বাংলাদেশি এই অলরাউন্ডার। ওই ওভারে মাত্র একটি রান দেন সাকিব আল হাসান
তৃতীয় ওভারে দ্বিতীয় বলেই বেন কাটিং রান আউট হয়ে ফেরেন। সেই ওভারেও সাকিব খরচা করেন আরও ১ রান। চতুর্থ ওভারে এসে নিজের প্রথম বলেই পবন নেগিকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন সাকিব। সেই ওভারে কোনো রানই খরচা করেননি তিনি। এছাড়াও ব্যাট হাতে ১০ বলে ১৭ রান করেন সাকিব আল হাসান।