কলকাতার ‘এক্স ‘ফ্যাক্টর’ হবে সাকিব আল হাসান : হার্শা ভোগলে।

এক বছরের নিষেধাজ্ঞার কারণে গত বছর আইপিএল-এ খেলতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এবারের মৌসুমে আবারো কলকাতা নাইট রাইডার্স এর জার্সিতে দেখা যাবে সাকিবকে। সাকিব আল হাসান ছাড়াও কলকাতা নাইট রাইডার্সৈ রয়েছেন আরো বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।

ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান সহ রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল এবং সুনীল নারায়ন। তবে এদের থেকে কলকাতার এক্স ‘ফ্যাক্টর’ হতে পারেন সাকিব এমনটাই বলেছেন জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার ও বিশ্লেষক হার্শা ভোগলে।

ভারতের ক্রিকেট ভিত্তিক এক সংবাদমাধ্যমে হার্শা ভোগলে বলেন, ‘আমি সবসময়ই সাকিবের ভক্ত, তবে এটা নিয়ে অনেকের অনেক প্রকারের অভিযোগ রয়েছে। সাকিবকে আমি পছন্দ করি এটাও অনেকে আবার পছন্দ করেনা। তবে আমার কাছে মনে হচ্ছে এবার কলকাতার এক্স ফ্যাক্টর সে হবে। দলকে সে অনেক কিছু দিবে।’





কলকাতা নাইট রাইডার্স : দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, কামলেশ নাগারকোটি, কুলদীপ যাদব, লকি ফারগুসন, নিতিশ রানা, প্রসিধ কৃষ্ণ, রিঙ্কু সিং, সন্দীপ ওয়ারিয়ার, শিবম মাভি, শুবমান গিল, সুনীল নারাইন, ইয়ন মরগান, প্যাট কামিন্স, রাহুল ত্রিপাঠি, বরুণ চক্রবর্তী, হ্যারি গার্নি, আলী খান, সাকিব আল হাসান, হরভজন সিং, বেন কাটিং, করুণ নায়ার, পবন নেগি, শেলডন জ্যাকসন, ভেঙ্কাটেশ আইয়ার, ভইভব আরোরা।