সাকিব নেই তাই এটা একটা বড় ইস্যু আমাদের জন্য : খালেদ মাহমুদ সুজন

দীর্ঘদিন পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন। ‌শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য এই দায়িত্ব পেয়েছেন তিনি। দলের ম্যানেজারের দায়িত্ব তিনি জানালেন সাকিবকে মিস করবেন তিনি।

বাংলাদেশ দলের নতুন ম্যানেজার আজ সংবাদ সম্মেলনে বলেন, ‘সাকিব নেই তাই এটা একটা বড় ইস্যু আমাদের জন্য। কারণ সাকিব থাকলে টিমের ব্যালেন্সে সুবিধা হয়। সাকিব থাকা মানে একটা ব্যাটসম্যান ও বাড়তি বোলার পাওয়া এবং সাথে একটা বাড়তি ব্যাটসম্যান ও বোলারকে আমরা খেলাতে পারি। তো সেখানে একটা প্রবলেম তো হতেই পারে।’

কিন্তু বাস্তবতা মেনে নেয়ার পক্ষে খালেদ মাহমুদ। তিনি জানালেন, সাকিব-মাশরাফি-তামিমরা তো আর সারাজীবন খেলবে না। তাদের ছাড়াও তো দলকে এগিয়ে নিতে হবে। সে কাজটা এখন থেকেই না হয় শুরু হোক!





তিনি বলেন, ‘তবে আপনি সারাজীবন মাশরাফি, সাকিব, তামিম, রিয়াদ বা মুশফিক তো বাংলাদেশের ক্রিকেট খেলবে না। এক সময় মোহাম্মদ রফিক খেলতো, হাবিবুল বাশার সুমন ছিল, নাইমুর রহমান দুর্জয় খেলেছে, এখন খেলছে না। এক সময় এরাও ছেড়ে যাবে। তাই বলে বাংলাদেশ দল আটকে থাকবে না। চলতে তো হবেই!’