আইপিএলের এবারের আসরে এক ম্যাচ সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেয়ার রেকর্ড গড়তে চাই : সাকিব আল হাসান

ক্রিকেট বিশ্বে কয়েকজন ক্রিকেটারের রয়েছেন যারা এক ম্যাচে ৫ উইকেট এবং সেঞ্চুরি করেছেন। এদের মধ্যে একজন অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে এক ম্যাচে সেঞ্চুরি এবং ৫ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।

তবে এখনো পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে এই রেকর্ড স্পর্শ করতে পারেনি সাকিব। তাই এবারের আইপিএলে এই রেকর্ডটি করতে চান সাকিব আল হাসান। আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন বাংলাদেশের সেরা এই অলরাউন্ডার।

তাই কলকাতার হয়ে এবারের মৌসুমে সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত আছেন বলে জানিয়েছেন তিনি। ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেন, ‘এই মৌসুমে আমি মুম্বাই ইন্ডিয়ানের বিপক্ষে খেলতে মুখিয়ে আছি। আমাদের দল এবার সব বিভাগেই পরিপূর্ণ। তারপরও আমি বলব, কলকাতার বোলিং অ্যাটাকটা খুবই ভালো। এটাই এই মৌসুমে শিরোপা জেতাতে পারে আমাদের।’





‘এই মৌসুমে দলের জয়ে অবদান রাখতে চাই। যে রেকর্ডটি করতে চাই সেটকা হচ্ছে এক ম্যাচ সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেয়ার রেকর্ড। প্রতি বছরই আইপিএল থেকে নতুন কিছু না কিছু শিখছি। জোফরা আর্চারকে এই মৌসুমে খেলতে মুখিয়ে ছিলাম, যদিও সে চোটে পরেছে। আরেকজন হচ্ছে প্যাট কামিন্স, যাকে আমি নেটে অনেকবেশি মোকাবেলা করব।’