স্ত্রীকে সাথে নিয়ে আইপিএলে খেলতে গেলেন মুস্তাফিজুর রহমান

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ছয় ম্যাচের মধ্যে ৬ ম্যাচেই হেরেছে বাংলাদেশ দল। দেশে ফিরে এক সপ্তাহের বিশ্রাম শেষে ১২ এপ্রিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে শ্রীলঙ্কা যাবেন মুমিনুলরা হকরা।

এদিকে আইপিএলে খেলতে আজই ভারতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। বিমান বন্দরে অপেক্ষারত স্ত্রী সামিয়া পারভীন শিমুকে নিয়ে ধরেন ভারতের বিমান। জানা গেছে, আইপিএল চলাকালীন পুরোটা সময় মোস্তাফিজের সঙ্গে থাকবেন স্ত্রী সামিয়া।

আইপিএলের এবারের আসরে রজস্থান রয়ালসের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান ছাড়াও আইপিএলের এবারের আসরে বাংলাদেশ থেকে খেলবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনের যোগ দিয়েছেন তিনি।