নিউজিল্যান্ডে ৪০ দিনের তিক্ত সফর শেষে রোববার (০৪ এপ্রিল) সকালে ঢাকায় পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ছয় ম্যাচের মধ্যে ৬ ম্যাচেই হেরেছে বাংলাদেশ দল। দেশে ফিরে এক সপ্তাহের বিশ্রাম শেষে ১২ এপ্রিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে শ্রীলঙ্কা যাবেন মুমিনুলরা হকরা।
গোটা সফরে ক্রাইস্টচার্চে একমাত্র দ্বিতীয় ওয়ানডেতেই লড়াই করেছে। ওই ম্যাচটিতেই জয়ের সম্ভাবনা তৈরি করেছিল টাইগাররা। বাকি কোনো ম্যাচেই লড়াই করতে পারেনি।অথচ এবার তাসমান সাগর পাড়ের দেশটিতে টাইগাররা পা রেখেছিল জয়ের স্বপ্ন নিয়ে।
এদিকে আইপিএলে খেলতে আজই ভারতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। ঢাকা বিমানবন্দর থেকে আজ ই কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
আইপিএলের এবারের আসরে রজস্থান রয়ালসের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান ছাড়াও আইপিএলের এবারের আসরে বাংলাদেশ থেকে খেলবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনের যোগ দিয়েছেন তিনি।