নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে আগামীকাল দেশে ফিরবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এদিকে দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়বে টাইগাররা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
সফরে মূল ম্যাচের আগে ১৭ এপ্রিল একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে মুমিনুলরা। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল, দ্বিতীয় ম্যাচ হবে ২৯ এপ্রিল। এদিকে সর্বশেষ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভরাডুবি দিয়েছিল টাইগাররা।
তাই শ্রীলংকার বিপক্ষে অভিজ্ঞ ক্রিকেটারদের কে প্রাধান্য দিতে চাই নির্বাচকরা। এছাড়াও আইপিএলের থাকার কারণে শ্রীলঙ্কা সিরিজে খেলছেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে আবারো বাংলাদেশ দলে সুযোগ পেতে পারেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ।
তবে ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারেননি তিনি। মাহমুদুল্লাহ রিয়াদের খেলা নিয়ে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, “দেখা যাক আগে আমরা ফিজিওর কাছ থেকে ফিটনেস রিপোর্ট পাই। ফিটনেস লেভেলটা কেমন আছে তা আগে জেনে নেই, দেখে নেই। তারপর বলা যাবে।’