আইপিএলে এবার আসরে বল হাতে ২৫ উইকেট নিতে চান সাকিব আল হাসান

কলকাতা নাইট রাইডার্সের মধ্য দিয়ে ২০১১ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে খেলার সুযোগ পান অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের হাত ধরে দুটি শিরোপা (২০১২ এবং ২০১৪) ঘরে তুলেছে কলকাতা নাইট রাইডার্স। শিরোপা জয়ের দলের অন্যতম পারফর্মার ছিলেন সাকিব আল হাসান।





সাত বছরের ইতি টেনে ২০১৮ সালে আইপিএলের আরেকদল সানরাইজ হায়দ্রাবাদের হয়ে দুই বছর খেলেছেন তিনি। কিন্তু গত দুই আসরে আইপিএলের প্লে-অফ খেলতে পারেনি কলকাতা। তাই এবার ঘরে ছেলেকে আবারো ঘরে টেনেছে কলকাতা নাইট রাইডার্স।

৩ কোটি ২০ লাখ রুপিতে এবারের আসরে কলকাতায় দেখা যাবে সাকিবকে। ইতিমধ্যেই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে ভারতে পাড়ি জমিয়েছেন সাকিব। আগামী ৯ এপ্রিল থেকে শুরু আইপিএলের ১৪তম আসর।

সাকিবকে নিয়ে এবারের আসরে বড় ধরনের পরিকল্পনা রয়েছে কলকাতার। তাই কেকেআরকে জেতাতে যে কোনো ভূমিকা পালন করতে রাজি, পরিষ্কার জানিয়ে দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা দিয়ে খেলবেন সাকিব আল হাসান। এবারের আইপিএলে সুযোগ পেলে বল হাতে ২৫ উইকেট নিতে চান তিনি। তিনি বলেছেন, ‘২৫টির বেশি উইকেট। আমি মনে করি ৫০০ রান অবশ্যই বড় অর্জন। এটা নিশ্চিত করে না যে আপনি ট্রফি জিতবেন। আমি যদি ২৫টি উইকেট নেই তাহলে আমরা নিশ্চিত ট্রফি জিতবো। আমি যদি দুটোই করতে পারি কেকেআর এবং আমার জন্য ভালো হবে।’





সাকিব যোগ করেন, ‘আমি খুব আত্মবিশ্বাসী, ছন্দে ফিরতে মাত্র একটি ম্যাচ লাগবে। যদি আমি ভালো শুরু করতে পারি, দলের জন্য ভালো কিছুই করতে পারব। বাইরে থেকে অন্য কিছু মনে হতেই পারে। কিন্তু এই দলটা গত দুই বছরের গুছিয়ে উঠেছে। আমার মনে হয় এই বছর সমর্থকদের প্রত্যাশামত পারফর্ম করতে পারবে কেকেআর। আমি তো খুবই আশাবাদী।’