২০১৯ ক্রিকেট বিশ্বকাপে দুর্দান্ত কাটিয়েছিলেন কাটিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পুরো টুর্ণামেন্টে ৬০৬ রানের করার পাশাপাশি ১১টি উইকেট তুলে দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের এই অলরাউন্ডার।
ব্যাট এবং বল হাতে সাকিব প্রত্যাশামতো পারফরম্যান্স করলেও দলগত ব্যর্থতার কারণে বিশ্বকাপে সপ্তম স্থান থেকে দেশে ফিরতে হয়েছিল সাকিবকে। তবে ২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে এখনই পরিকল্পনা বানিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ভারতে অনুষ্ঠিত ওই বিশ্বকাপ জিততে চান সাকিব আল হাসান।
আজ (বৃহস্পতিবার) অনলাইন ভিত্তিক ক্রয়-বিক্রয়ের মাধ্যম ‘দারাজ’ এর একটি লাইভ অনুষ্ঠানে এসেছিলেন সাকিব। সেখানেই জানিয়েছেন বিশ্বকাপ জিতিয়ে তবেই অবসর নেবেন তিনি। বাংলাদেশ বিশ্বকাপ জিতবে কবে? এমন এক প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন ‘২০২৩ সালে’। তখন উপস্থাপিকা প্রশ্ন ছুঁড়ে দেন, আগামী বিশ্বকাপেই কেন বিশ্বকাপ জিতবে বাংলাদেশ!
জবাবে সাকিব বলেন, ‘আমার শেষ বিশ্বকাপ তাই!’ উপস্থাপিকা তখন জানতে চান, যদি বাংলাদেশ ঐ বছর বিশ্বকাপ জিতেতে না পারে? উত্তরে সাকিব জানান, ‘তাহলে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলব (হাসি)।’