ক্যারিয়ার লম্বা করতে এক ফরম্যাট থেকে অবসর নিচ্ছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ধারাবাহিক ব্যাটসম্যান এবং ইতিহাসের সেরা ওপেনার ব্যাটসম্যান হিসেবে ধরা হয় বর্তমান বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালকে। বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটেই ওপেনিং ব্যাটসম্যান তামিম।

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান জানিয়েছেন ক্যারিয়ার লম্বা করতে এক বা দুই ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নেবেন তিনি। অনলাইন প্ল্যাটফর্ম ‘অলরাউন্ডারকে’ দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল বলেন,

‘যদি চিন্তা করি পরবর্তী ৪-৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চাই তাহলে তিনটা ফরম্যাট আমার মনে হয় না এক সঙ্গে খেলতে পারব। এটা সম্ভব নয়। তো আমার বেছে নিতে হবে সম্ভবত কোন দুইটা ফরম্যাট আমার জন্য ‍গুরুত্বপূর্ণ বেশি।’

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর বর্তমানে দেশে ফিরেছেন তামিম ইকবাল। ক্যারিয়ার লম্বা করতে তাই এখন থেকেই পরিকল্পনা করছেন তিনি। তবে ঠিক কবে কখন কোন ফরম্যাট থেকে অবসর নেবেন তা এখনও পরিষ্কার করে জানাননি তামিম ইকবাল।





সাক্ষাৎকারে তামিম ইকবাল আরও জানিয়েছেন, ‘দ্বিতীয়ত দলে প্রভাব বিস্তার করতে পারব কোন দুই ফরম্যাটে। ওই দুই ফরম্যাট আমার বেছে নিতে হবে। এটা এখনও হতে পারে বা এখন থেকে ৬ মাস পরেও হতে পারে। এমনও হতে পারে দুই ফরম্যাটে আমি না খেলে এক ফরম্যাট খেলব।’