আগামী ৯ এপ্রিল শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তার আগে বড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। আইপিএল থেকে থেকে নাম সরিয়ে নিলেন অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজেলউড। ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ সিরিজকে সামনে রেখে এমন এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন অজি পেসার।
হ্যাজেলউড বলেছেন, ‘১০ মাস ধরে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হয়েছে। বিভিন্ন সময় থাকতে হয়েছে কোয়ারেন্টাইনে। ক্রিকেট থেকে ছুটি নিয়ে কিছুটা সময় পরিবারের সঙ্গে কাটাতে চাই। আগামী ২ মাস অস্ট্রেলিয়ায় থাকব।’
গতবারের আইপিএলে ৩টি ম্যাচ খেলেছিলেন অজি পেসার। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় সফর রয়েছে, এরপরে বাংলাদেশের যেতে হবে আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে, তারপর অ্যাশেজ। আগামী ১২ মাস লম্বা ক্রিকেটসূচি।’
গতকাল (বুধবার) মিচেল মার্শ নাম সরিয়ে নেন আইপিএল থেকে। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার কথা ছিল তাঁর। নাম সরিয়ে নিয়েছেন জস ফিলিপও। হ্যাজেলউড হলেন তৃতীয় অস্ট্রেলীয় ক্রিকেটার যিনি আইপিএল থেকে নাম সরিয়ে নিলেন।