নিউজিল্যান্ড সিরিজে আজ শেষ ম্যাচে আবারো মাঠে নামছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও হেরেছে বাংলাদেশ। দআজ কাল দুপুর ১২ টায় শেষ টি-টোয়েন্টি ম্যাচে অকল্যান্ডে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি দেখা যাবে জিটিভি এবং টি স্পোর্টস চ্যানেলে।
তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের একাদশে অনিশ্চিত মুশফিকুর রহিম। ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে পারেননি মুশফিকুর রহিম। তবে একাদশে আসতে পারে একটি পরিবর্তন। একাদশে ফিরতে পারেন মোস্তাফিজুর রহমান। বাদ পড়তে পারেন শরিফুল ইসলাম।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাশ (উইকেটরক্ষক), মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোধি, হামিশ বেনেট ও লোকি ফার্গুসন।