নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন জাতীয় ক্রিকেট দলের দুই টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার এবং নাঈম শেখ। নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৭ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন সৌম্য সরকার।
একটি হাফ সেঞ্চুরি করেই আইসিসি টি-টোয়েন্টি র্র্যাংকিংয়ে উন্নতি করেছেন তিনি। ৫ ধাপ এগিয়ে বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র্র্যাংকিংয়ে ৪১ তম স্থানে অবস্থান করছেন সৌম্য সরকার। অন্যদিকে র্র্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন আরোক ব্যাটসম্যান নাঈম শেখ।
২১ বছর বয়সী নাইম উন্নতি করেছেন ১৩ ধাপ। বর্তমানে ২৮ তম স্থানে রয়েছেন তিনি। এছাড়াও লিটন দাস ২৯ তম স্থানে এবং অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের রয়েছেন ৩১ তম স্থানে।
নিউজিল্যান্ডের বিপক্ষে এখনও একটি টি-টোয়েন্টি ম্যাচ বাকি রয়েছে বাংলাদেশের। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কাল দুপুর ১২ টায় শেষ টি-টোয়েন্টি ম্যাচে অকল্যান্ডে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি দেখা যাবে জিটিভি এবং টি স্পোর্টস চ্যানেলে।