ইংল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে দারুণ এক ইনিংস খেলে প্রশংসা কুড়িয়েছিলেন শ্রেয়াস আইয়ার। কিন্তু ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কাঁধের চোট তাঁকে ছিটকে ফেলল বাকি ম্যাচগুলো থেকে।
শুধু তা–ই নয়, আইপিএলের এবারের মৌসুমে ফেলতে পারবেন না দিল্লি ক্যাপিটালসের এই অধিনায়ক। গতবছরের তার নেতৃত্বেই ফাইনালে উঠেছিল দিল্লি ক্যাপিটালস। আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর। ইনজুরির কারণে কমপক্ষে চার মাস মাঠের বাইরে থাকতে হবে শ্রেয়াস আইয়ারকে।
তাই তার পরিবর্তন নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে দিল্লি ক্যাপিটালস। শ্রেয়াস আইয়ারের পরিবর্তে এবারের আসরের দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব পালন করবেন রিশভ পান্ট। আজ অধিনায়ক হিসাবে তার নাম ঘোষণা করে দিল্লি ক্যাপিটালস।
দিল্লী ক্যাপিটালস : শ্রেয়াস আইয়ার, রিশভ পান্ট, শিখর ধাওয়ান, পৃথ্বী শাও, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, আজিঙ্কা রাহানে, অক্ষর প্যাটেল, অমিত মিশ্র, আবেশ খান, মার্কাস স্টয়নিস, শিমরন হেটমেয়ার, কাগিসো রাবাদা, অ্যানরিখ নরকিয়া, প্রবীন ডুবে, ললিত যাদব, ক্রিস ওকস, টম কারান, স্টিভেন স্মিথ, স্যাম বিলিংস, উমেশ যাদব, রিপাল পেটেল, বিষ্ণু বিনোদ, লুকমান মেরিওয়ালা, এম সিদ্ধার্থ।