ডিএল নিয়ে বাংলাদেশের সাথে তা হল তা কিছুতেই মানতে পারছেনা নিউজিল্যান্ডের ক্রিকেট জিমি নিশাম।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ ২৮ রানে হেরেছে বাংলাদেশ। এইদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নামলে দুইবার বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে। পরবর্তীতে বৃষ্টির দিনে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ১৬ ওভারে ১৪৮ রান।

কিন্তু খেলা শুরু হয়ে যাওয়ার তৃতীয় ওভারে হঠাৎ করেই ম্যাচের টার্গেট বদলে যায় বাংলাদেশের। ১৪৮ থেকে তখনো হয়ে দাঁড়ায় ১৭০ রান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান করে কিউইরা।

এরপর বৃষ্টির কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে। বৃষ্টি থামলে ১৬ ওভারে বাংলাদেশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১৪৮ রান। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিসিবি ও এনজেডসি এমন ঘোষণা দেয়। বাংলাদেশ নামে ব্যাটিংয়ে। তখনই শুরু হয় আসল নাটকের।

লিটন-নাঈমদের ব্যাটিং থামিয়ে ডার্কওয়ার্থ লুইস মেথডের হিসাব করতে বসেন ম্যাচ রেফারি! সেই হিসাব শেষে জানা যায় ১৬ ওভারে বাংলাদেশকে করতে হবে ১৭০ রান! এমন ঘটনায় সোশ্যাল সাইটে সমালোচনার ঝড় ওঠে। খোদ জিমি নিশাম টুইট করে লিখেন, ‘রান তাড়ায় নামার আগে একটা দল জানলই না তারা কত রান তাড়া করছে! এটা কীভাবে সম্ভব? সব পাগল!’





এছাড়া জনস লিখেন, ‘খেলা থেমে গেছে, কারণ তারা জানে না তাদের টার্গেট কত!’ জাহ্নবী লিখেছেন, ‘এটা হাস্যকর! এই মেথড (ডিএল) যখনই প্রয়োগ করা হয় আমি ভেবে পাই না কী মন্তব্য করব!’ ইয়াসির লোদি পাঠান লিখেন, ‘এই ডাকওয়ার্থ লুইস মেথড তো ভারী আশ্চর্যের! প্রথমে বলল বাংলাদেশকে করতে হবে ১৪৮, পরে বলে ১৭০!’ এমন অসংখ্য টুইটে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া।