মুস্তাফিজের আইপিএলে খেলতে যাওয়া উচিত : খালেদ মাহমুদ সুজন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলতে আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্স হবে এবারের মৌসুমে খেলছেন সাকিব। সাকিব ছাড়াও আইপিএলের এবারের আসরে দল পেয়েছেন ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান। রাজস্থান রয়েলস হয়ে দল পেয়েছেন তিনি। তবে এখনো মোস্তাফিজুর রহমানের আইপিএলের খেলা নিয়ে কোন সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।





সামনে এপ্রিলের শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশের। শ্রীলঙ্কা সফরের টেস্ট স্কোয়াডে না রাখা হলে, তাহলে আইপিএল খেলবেন বলে জানিয়েছেন তিনি। আর তাকে সেই স্কোয়াডে রাখা হবে কি না সেটি এখনও ঠিক করেনি বিসিবি।

আজ (শনিবার) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বলেছেন জাতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক আব্দুর রাজ্জাক। ক্রিকেট বোর্ডের কাছ থেকে মোস্তাফিজের ব্যাপারে সিদ্ধান্ত পাওয়ার পরই শ্রীলঙ্কা সফরের ব্যাপারে তাকে (মোস্তাফিজ) বিবেচনা করা বা করার কথা ভাববেন নির্বাচকরা।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রাজ্জাক বলেছেন, ‘এটা (মোস্তাফিজের আইপিএল খেলা) হচ্ছে বোর্ডের সিদ্ধান্ত যে, আইপিএল খেলবে কি না মোস্তাফিজ। বোর্ড যদি সিদ্ধান্ত নেয় যে, মুস্তাফিজ আইপিএল খেলবে, তাহলে অবশ্যই ও যাবে।’

তিনি আরও যোগ করেন, ‘দলের ব্যাপারে এখনও একটা নির্দিষ্টসংখ্যক খেলোয়াড় নিয়ে আমরা আছি। সব বৈঠক হবে, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়েই আগাবে এটা। সবকিছু ঠিকঠাক হলে দল ঘোষণা হবে। মোস্তাফিজও এটার বাইরে নয়। আইপিএলের ব্যাপারে সিদ্ধান্ত দেয়ার ক্ষমতা কিন্তু ক্রিকেট বোর্ডের হাতে। যদি মোস্তাফিজকে আইপিএল খেলতে দেয়া হয়, তাহলে ওকে ছাড়া আমরা দল বিবেচনা করব।’

এদিকে মোস্তাফিজের আইপিএল খেলতে যাওয়ার সম্ভাবনার বিষয়ে সুজন বলেছেন, ‘আমার তো মনে হয় (মোস্তাফিজ) যাবে। আমি জানি না আসলে এ বিষয়ে। ক্রিকেটারদের এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) দেয়ার ব্যাপারটা তো বোর্ডের হাতে। যেহেতু ওকে একটা দল নিয়েছে, রাজস্থান রয়্যালস। এখন সাকিবের এনওসি হয়েছে মানে ওরও হওয়া উচিত এটা”।





“আপনি আলাদা করতে পারবেন না। যদি হয় তাহলে ও যাবে। যদি ন্যাশনাল টিমের ডিউটি না থাকে তাহলে অবশ্যই যাবে। মোস্তাফিজ তো ঠিকই বলেছে এটা। জাতীয় দলের খেলা না থাকলে এমনি বসে থাকার চেয়ে আইপিএল খেলাটা ওর জন্য অনেক বড় একটা অভিজ্ঞতা হবে। বাংলাদেশ দলের জন্যও ভালো হবে এটা।’