ইতিমধ্যেই বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জয়লাভ করেছে নিউজিল্যান্ড। সিরিজের শেষ ম্যাচে আগামীকাল আবার মুখোমুখি হচ্ছে দুই দল। সিরিজ নিশ্চিত করলেও শেষ ম্যাচে কোন প্রকার ছাড় দিতে চাননা নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান রস টেলর।
তার কারণ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডের থেকে সুবিধাজনক স্থানে ছিল বাংলাদেশ। বাংলাদেশী ক্রিকেটারদের ভুলের কারণেই দ্বিতীয় ম্যাচ জয়লাভ করেছিল নিউজিল্যান্ড। তাই দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সেটি স্মরণ করলেন রস টেলর।
ওয়েলিংটনে মাঠে নামার আগে টেলর বলেন, ‘এটা আনন্দদায়ক যে আমরা সিরিজ ইতিমধ্যে জিতে গেছি। কিন্তু বিশ্বকাপের জন্য পূর্ণ পয়েন্ট জেতা হয়নি এখনও। বলতে দ্বিধা নেই, বিশ্বকাপের চিন্তা এখন করতেই হচ্ছে”।
“পুরো মৌসুমেই আমরা দেখেছি দলগুলো যারা কোয়ারেন্টাইন শেষ করে মাঠে নামছে তাদের খানিকটা সময়ের লাগছে। শেষ ম্যাচে ভাগ্য আমাদের পাশে ছিল। বাংলাদেশ কিছু সুযোগ হাতছাড়া করেছে। তবে আমি নিশ্চিত তারা মাথা উঁচু করে ওয়ানডে সিরিজ শেষ করতে চাইবে।’
দেশের মাটিতে বাংলাদেশ নিউ জিল্যান্ডকে একাধিকবার হারিয়েছে। হারিয়েছে আয়ারল্যান্ডের মাটিতেও। সেসব পরাজয়ের তিক্ত স্বাদ মাঠে থেকে পেয়েছেন টেলর। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রথম দুই ওয়ানডে খেলতে পারেননি ডানহাতি ব্যাটসম্যান। তৃতীয় ওয়ানডের আগে ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন তিনি। তিনি স্বীকার করছেন দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তাদের থেকে বেশি এগিয়ে ছিল বাংলাদেশ।
“আমি মনে করি না, তারা শেষ ম্যাচে জয়ের থেকে খুব একটা দূরে ছিল। ম্যাচের ওই মুহূর্তে ক্যাচগুলো ধরতে পারলে আমরা চাপে পড়ে যেতাম। কারণ এরপর ব্যাটিংয়ে যারা ছিল তারা পর্যাপ্ত খেলার সুযোগ পায়নি।’
‘বাংলাদেশ সব সময়ই ভয়ংকর দল। খেলাটা যদি বাংলাদেশে হতো তাহলে আরও বেশি ভয়ে থাকতে হতো। ধীর গতির ওই ধরণের কন্ডিশনে তারা দারুণ দল। ক্রাইস্টচার্চেও এমন কিছু পেয়েছিল।’