নিউজিল্যান্ডের মাটিতে সুযোগ পেয়ে সে সুযোগ হারিয়েছে বাংলাদেশ। যার কারণে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে টাইগাররা। তবে নিউজিল্যান্ডে বিপক্ষে শেষ ম্যাচে ঘুরে দাড়াতে চায় বাংলাদেশ। আজ সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।
দ্বিতীয় ওয়ানডে ম্যাচের দারুন একটি সুযোগ তৈরি করেছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা। বোলাররাও দারুণ সুযোগ তৈরি করেছিল। তবে বাজে ফিল্ডিং এর কারণে ম্যাচে থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। এই ভুল আর পড়তে চায় না টাইগাররা। আদম সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের ডানহাতি ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন বলেন,
“২৭০ (আসলে ২৭১) অবশ্যই লড়াকু সংগ্রহ। উইকেট বেশ ভালো ছিল। ম্যাচটা জেতার সুযোগ ছিল। কিন্তু ফিল্ডিং আমাদের পিছিয়ে দিয়েছে। প্রথম ম্যাচের বাজে ফলাফলের পর দ্বিতীয় ম্যাচে সবাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ফিল্ডিং আমাদের ভুগিয়েছে। ”
নিউজিল্যান্ডের বিপক্ষে আর মাত্র একটি ওয়ানডে ম্যাচ বাকি রয়েছে। এরইমধ্যে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে ক্রাইস্টচার্চ থেকে বিমানে চড়ে মঙ্গলবার নিউজিল্যান্ড সময় বিকেলের দিকে ওয়েলিংটনে পৌঁছেছে বাংলাদেশ দল। আগামী শুক্রবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৪টায় ওয়ালিংটনের বেসিন রিজার্ভে মাঠে গড়াবে ম্যাচটি।
ম্যাচটিতে জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ। শেষ ম্যাচের লক্ষ্য নিয়ে মিঠুন বলেন, ‘অবশ্যই অন্তত একটা ম্যাচ জিততে চাই। তিন ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতলেও সেটা আমাদের জন্য বড় অর্জন হবে। শেষ ম্যাচ নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করব। যেহেতু ওটা নতুন একটা ম্যাচ, ফলে আমরা সেভাবেই চেষ্টা করব।”