কথা রাখলেন নাসির হোসেন। জাতীয় ক্রিকেট লিগের প্রথম ম্যাচেই সেঞ্চুরি তুলে নিয়েছেন নাসির হোসেন

২২ তম জাতীয় ক্রিকেট লিগ। নিজেদের প্রথম ম্যাচে বিকেএসপি ৪ নম্বর মাঠে মুখোমুখি হয়েছে ঢাকা বিভাগ বনাম রংপুর বিভাগ। টুর্ণামেন্টে প্রথম দিনেই সেঞ্চুরির দেখা পেয়েছেন ঢাকা বিভাগের তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান।

সাইফ হাসানের ১২৭ রানের উপর ভর করে গতকাল সকালে ৩৬৫ রানে অলআউট হয় ঢাকা বিভাগ। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে একমাত্র নাসির হোসেন ছাড়া আর কোন ব্যাটসম্যান সুবিধা করতে পারেনি।

গতকাল দ্বিতীয় দিন শেষে ঢাকা বিভাগের বিপক্ষে ৭ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে ছিল রংপুর বিভাগ। রংপুর বিভাগের হয়ে নাসির হোসেন একাই লড়াই করেছেন। দিনশেষে সেঞ্চুরি থেকে মাত্র এক রানে দূরে ছিলেন তিনি।

আজ সকালে ব্যাটিং করতে নেমেই তুলে নেন সেঞ্চুরি। ২৫২ বলে ১১ টিচার এবং ৪টি ছক্কা সাহায্যে ১১৬ রানে আউট হন তিনি। ঢাকা বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ২৩০ রানে অলআউট হয়েছে রংপুর বিভাগ।





টুর্নামেন্ট শুরুর আগেই তিনি জানিয়েছিলেন এবারের আসরে দুর্দান্ত ব্যাটিং করতে চান তিনি। টুর্নামেন্টের ছয় মাসের মধ্যে কমপক্ষে ৮০০ রান তুলতে চান তিনি। তারই ধারাবাহিকতায় প্রথম ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছে নাসির হোসেনের ব্যাট।