প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ইতিহাস গড়লেন তামিম ইকবাল

প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটের ইতিহাস গড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ফিফটির ফিফটি করেছেন তামিম ইকবাল। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।

এইদিন টসে হেরে ব্যাট করতে নেমে হাফ সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক তামিম ইকবাল। ব্যাট হাতে ১১ টিচার এর সাহায্যে ৭৮ রান করে আউট হন তিনি। এই হাফ সেঞ্চুরিতে ফলে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ফিফটির ফিফটি করেছেন তিনি।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব আল হাসান। তবে তিনিও দাঁড়িয়ে রয়েছেন ফিফটির হাফ সেঞ্চুরিতে। এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ৪৮ টি অর্ধশতক করেছেন সাকিব আল হাসান। সাকিবের পরে রয়েছেন মুশফিকুর রহিম। এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ৩৯ টি অর্ধশতক করেছেন তিনি।





নিউজিল্যান্ডের বিপক্ষে তামিম ইকবালের হাফ সেঞ্চুরিতে ২৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। একসময়ের জয় পথে হাঁটছিল বাংলাদেশ কিন্তু মাঝপথে ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়ায় শেষ পর্যন্ত ৫ উইকেটে ম্যাচ থাকতে হয়েছে টাইগারদের।