দুর্ভাগ্যজনকভাবে সেঞ্চুরি মিস করলেন তামিম। ৭৮ রান করে রান আউট’ হলেন তামিম ইকবাল।

ক্রাইস্টচার্চের হাগলি ওভালে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে ০ রানে প্যাভিলিয়নে ফেরেন লিটন। এরপর তামিম ইকবাল এবং সৌম্য সরকার মিলে গড়ে তোলেন ৮৪ রানের পার্টনারশিপ।

৩২ রানে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য সরকার। তবে অন্য প্রান্ত থেকে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম ইকবাল। এটি তার ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারের ৫০ তম হাফ সেঞ্চুরি। তবে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তামিম ইকবাল। ১০৮ বলে ১১ টি চারের সাহায্যে ৭৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন তামিম।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩১ ওভারের ৩ উইকেটে ১৩৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ১৩ রান করে অপরাজিত রয়েছেন।

অধরা জয়ের খোঁজে আজ নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তরুণ ডানহাতি পেসার হাসান মাহমুদের জায়গায় নেয়া হয়েছে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে স্বাগতিক নিউজিল্যান্ড।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।





নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকলস, ডেভন কনওয়ে, টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল ইয়ং, জেমস নিশাম, ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিসন এবং ট্রেন্ট বোল্ট।