সাকিবের পর এবার বিসিবিকে নিয়ে কঠোর সমালোচনা করলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা

বিসিবির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে কথা বলার জন্য বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে সাকিব আল হাসানকে। এবার সেই আগুনে ঘি ঢেলে দিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে নিয়ে হয়েছে নানা আলোচনা।

একদিকে সাকিব-আল-হাসান অন্যদিকে বিসিবি। যার কারনে আজ রাতেই দেশে ফিরছেন সাকিব আল হাসান। এবার সাকিবের সাথে কণ্ঠ মিলিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফি বিসিবির কয়েকজন কর্মকর্তাকে নির্দেশ করে বলেন, ‘যে মানুষগুলো কথা বলছে, তাদের অবদান কী? অবদানগুলো যদি আমি তুলে ধরি, সেটি তো খারাপ হয়ে যাবে। একটা ওয়ার্ল্ডকাপে ৫০ জন যাচ্ছেন। কেউ কি নিজের টাকায় গেছেন নাকি একটু শোনেন তো!’





এছাড়াও বিসিবি কর্মকর্তারা নিয়মিত অফিস করে কিনা সেটা নিয়েও প্রশ্ন তোলেন মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির আরো বলেন, ‘আমাকে বাদ দেওয়ার সময় আমার সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। অথচ বিসিবি বলছে— আলোচনা হয়েছে। কিছুটা সত্য কথা আমি আশা করেছিলাম (বিসিবির পক্ষ থেকে) । এক কাপ কফির অফার দিয়ে রেখেছিলেন (কোচ রাসেল ডোমিঙ্গো)… আমি এখনও অপেক্ষায় আছি।’