আজ থেকে শুরু হয়েছে ২২ তম জাতীয় ক্রিকেট লিগের খেলা। টুর্নামেন্টের প্রথমদিনে বিকেএসপির তিন নম্বর মাঠে রংপুর বিভাগের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করছে নাদিফ চৌধুরীর নেতৃত্বাধীন ঢাকা বিভাগীয় দল। প্রথম ম্যাচেই সেঞ্চুরি তুলে নিয়েছেন জাতীয় দলের তরুণ ব্যাটসম্যান সাইফ হাসান।
এইদিন টসে জিতে ব্যাট করতে নেমে কোন রান স্কোরবোর্ডে জমা হবার আগেই সাজঘরে ফেরেন ঢাকা বিভাগের দুই ওপেনার আব্দুল মজিদ ও রনি তালুকদার। এর পরেই মাহিদুল ইসলাম অঙ্কন কে সাথে নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ান সাইফ হাসান।
এই জুটি থেকে আসে ৭৯ রান। ৯১ বলে ৬ চারে ৪৭ রান করে আউট হন অঙ্কন। তবে অন্য প্রান্ত থেকে রানের চাকা সচল রাখেন সাইফ হাসান। এইদিন তুলে নিয়েছেন প্রথম শ্রেণীর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫ উইকেটে ২২১ রান সংগ্রহ করেছে ঢাকা বিভাগ। সাইফ হাসান ১০৪ এবং নাদিফ চৌধুরি ৩৬ রান করে অপরাজিত রয়েছেন।
ঢাকা বিভাগীয় দল : নাদিফ চৌধুরী, শুভাগত হোম, মোহাম্মদ সাইফ হাসান, আব্দুল মজিদ, রনি তালুকদার, তাইবুর রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন, নাজমুল ইসলাম অপু, সুমন খান, সালাউদ্দিন শাকিল, হোসেন আলি, শাহবাজ চৌহান, জয়রাজ শেখ ইমন ও আরাফাত সানি জুনিয়র।
রংপুর বিভাগীয় দল : সোহরাওয়ার্দি শুভ, সাজেদুল ইসলাম, নাইম ইসলাম, নাসির হোসেন, আরিফুল হক, ধিমান ঘোষ, মাহমুদুল হাসান লিমন, মুকিদুল ইসলাম মুগ্ধ, জাহিদ জাবেদ, আকবর আলি, রিশাদ হোসেন, আলাউদ্দিন বাবু, তানবীর হায়দার খান ও মোহাম্মদ নুর আলম সাদ্দাম।