আজ রাতেই দেশে ফিরছেন সাকিব আল হাসান

গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশের সকল সংবাদমাধ্যমে বেশ আলোচনায় ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। এমনকি সাকিব কে কেন্দ্র করে গতকাল বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে বসে ছিল বিসিবির কয়েকজন পরিচালক।

মূলত শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পরিবর্তে আইপিএলে খেলতে যাওয়ার কারণেই বেশ কয়েকদিন ধরে আলোচনায় ছিলেন সাকিব আল হাসান। তবে গত শনিবার দেশের একটি ক্রিকেটে ভিত্তিক ওয়েবসাইট কে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কয়েকজন কর্মকর্তা বিরুদ্ধে আঙ্গুল তোলেন সাকিব আল হাসান।

যার মধ্যে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান। এমনকি সাকিবের মন্তব্য এতটাই খবরের শিরোনাম হয়েছে যে নিউজিল্যান্ডে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের ভরাডুবির খবর পিছনে পড়ে গিয়েছে।





এরপর থেকেই গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে চলেছে নানা আলোচনা-সমালোচনা। সাকিবের সমালোচনা করেছেন নাঈমুর রহমান দুর্জয় সহ আকরাম খান। গতকাল সংবাদমাধ্যমকে আকরাম খান জানিয়েছেন, সাকিবের আইপিএলের খেলা নিয়ে দ্বিতীয়বার ভাবছে বিসিবি। তবে জরুরি ভিত্তিতে দেশে ফিরছেন সাকিব আল হাসান। আজ রাতেই আমেরিকা থেকে দেশে ফিরে আসছেন সাকিব। কাতার এয়ারলাইন্সের বিমানে রাত দুইটায় দেশের মাটিতে পা রাখবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।