বর্তমান সময়ে কেকের বিশ্বের অন্যতম সেরা বিধ্বংসী ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী এই ব্যাটসম্যান বাংলাদেশের স্বাধীনতার ৫০ বর্ষ পূর্তিতে বাংলাদেশের সকল মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কোকা-কোলা বাংলাদেশের ‘ফ্রম দ্য ওয়ার্ল্ড টু বাংলাদেশ’ ক্যাম্পেইনের অংশ হিসেবে ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় এই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তিনি।
নিজের ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় রাসেল বলেন, ‘বিভিন্ন কারণে বাংলাদেশে আমি অনেকবার গিয়েছি। আমি সেখানের খাবার, মানুষের উদ্দীপনা ও ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা পছন্দ করি”।
“বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আমি কোকা-কোলার কাছ থেকে একটি চিঠি পেয়েছি। আমি নিজেও এটির অংশ হতে চাই। তাই স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তির শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থেকো বাংলাদেশ।’
বাংলাদেশ অনেকবার ক্রিকেট খেলতে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ক্রিকেটার। এইতো গত বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে রাজশাহীকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি।
দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট এবং বল হাতে দুর্দান্ত করেছিলেন তিনি। এছাড়াও বিপিএলের একাধিক আসরে একাধিক দলের হয়ে খেলেছেন তিনি। তাই বাংলাদেশের পরিবেশ, সংস্কৃতি সবকিছু খুব ভাল করেই জানেন আন্দ্রে রাসেল।