আইপিএলে এবারের আসরে খেলছেন না জফরা আর্চার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর এবারের আসরে নাও খেলতে পারেন বর্তমান সময়ে অন্যতম সেরা ফাস্ট বোলার জাফর আর্চার। গত বছর আইপিএল-এ রজস্থান রয়েলসের হয়ে খেলেছিলেন ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপজয়ী এই ফাস্ট বোলার। পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা সেরা ক্রিকেটারের খেতাব।

বর্তমানে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন তিনি। তবে সম্প্রতি সময়ে চোট বেশ ভোগাচ্ছে আর্চারকে। ভারতের বিপক্ষে এই সিরিজ শেষে ডান হাতের কনুইয়ে ব্যথানাশক তৃতীয় ইঞ্জেকশন নেবেন তিনি। আজ এমনটাই জানিয়েছে “দ্য টেলিগ্রাফ”।

আইপিএলে এবারের আসরে রাজস্থান রয়েলসের খেলার কথা ছিল তার। কিন্তু জাতীয় দলের ব্যস্ত সুচি থাকার কারণে কিছুদিন বিশ্রামে থাকতে পারেন তিনি। মূলত আগামী গ্রীষ্মে পুরো ছন্দে খেলার দিকেই বেশি মনোযোগ আর্চারের। তাই ভারতের বিপক্ষে সিরিজের পর বিশ্রাম নিতে পারেন তিনি। এদিকে রাজস্থান রয়েলসের হয়ে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান।





রাজস্থান রয়্যালস স্কোয়াড : সাঞ্জু স্যামসন, বেন স্টোকস, জফরা আর্চার, জস বাটলার, রিয়ান পরাগ, শ্রেয়াস গোপাল, রাহুল তেভাটিয়া, মহিপাল লোমরোর, কার্তিক ত্যাগী, জয়দেব উনাদকাট, মায়াঙ্ক মারকান্দে, যশস্বী জাইসওয়াল, অনুজ রাওয়াত, ডেভিড মিলার, মনন ভোহরা, ক্রিস মরিস, শিভম দুবে, মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া, কেসি কারিয়াপ্পা, লিয়াম লিভিংস্টোন, কুলদ্বীপ যাদব, আকাশ সিং।