নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে উইকেট ফিরে এসেছে ব্যাটসম্যানরা এমনটাই মন্তব্য করেছেন অধিনায়ক তামিম ইকবাল। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের।
আজ ভোরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে মাত্র ১৩১ রানে অলআউট হয়েছে টাইগাররা। ম্যাচ শেষে আট উইকেটের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তামিমদের। তবে ম্যাচ শেষে অধিনায়ক তামিম জানিয়েছেন “ব্যাটসম্যানরা উইকেট বিলিয়ে এসেছে”
পুরস্কার বিতরণী মঞ্চে তামিম বলেন, “আমার মনে হয় অনেক বেশি আমরা উইকেট বিলিয়ে দিয়ে এসেছি। কোনো সন্দেহ নেই তারা দারুণ বোলিং করেছে। কিন্তু আমার মনে হয় আমরা কিছু বাজে শট খেলেছি এবং আমরা কেবল নিজেদেরকেই দোষ দিতে পারি।
“আমরা আমাদের ব্যাটিং নিয়ে অনেক গর্ব করি। কিন্তু আজকে তা কাজ করেনি। এই উইকেটে ১৩০ কোনোভাবেই যথেষ্ট নয়। আমরা আশা করছি ভুলগুলো খুঁজে বের করার এবং সেগুলো পরের ম্যাচে না করার। কারণ যেমনটা আমি বললাম, আমরা আমাদের ব্যাটিং নিয়ে অনেক গর্ববোধ করি।”
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া ও প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল না সেই কথা জানিয়ে রাখলেন তামিম, ‘আমরা কুইন্সটাউনে কয়েক দিন ছিলাম, আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি। আমি আসলে সেগুলো নিয়ে অভিযোগ করতে পারি না”।
“এই কন্ডিশন আমাদের জন্য নতুন কিছু নয়, আমরা প্রায়ই নিউ জিল্যান্ডে আসি। যদিও নিউ জিল্যান্ড আমাদের দেশে আসে না (হাসি), ওটা ভিন্ন বিষয়। যাই হোক, এই কন্ডিশন আমাদের জন্য নতুন কিছু নয়। আমরা আশা করছি আগামী ম্যাচে আমরা এর চেয়ে ভাল খেলব।‘
আজকের ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে তরুণ অলরাউন্ডার মেহেদী হাসানের। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত ব্যাট হাতে তিনিও ব্যর্থ হয়েছেন। তবে বলিনি অনেকটাই দারুন করেছেন তিনি। ম্যাচ শেষে মেহেদির প্রশংসায় তামিম বলেন,
“মাহেদির প্রথম শটটা বেশ ভালো ছিল। সে আরও কিছুক্ষণ ব্যাটিং করতে পারলে আরও ভালো হতো, কিন্তু আমার মনে হয় সে খুব ভালো বোলিং করেছে। কারণ এরকম কন্ডিশনে স্পিন বোলিং করাটা সহজ নয়। কিন্তু আমার মনে হয় সে আজকে অনেক সাহসের পরিচয় দিয়েছে।’