সৌম্য সরকারকে তিন নম্বরে ব্যাটিং করানোর কারণ জানালেন তামিম ইকবাল

ক্যারিবীয়দের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ শুরুর আগে সৌম্যকে বলা হয়েছিল সাত নম্বরের জন্য প্রস্তুত হতে। আর তিনে শান্তকে সুযোগ দেওয়া হচ্ছিল ধারাবাহিকভাবে। এক সিরিজ পরই বদলে গেল দৃশ্যপট। এমন অদল-বদল যে দলের জন্য মোটেও ভালো কিছু নয় সেটি আরও একবার প্রমাণিত হলো মাঠে।

হারানো জায়গা ফিরে পেয়েও সৌম্য কাজে লাগাতে পারেননি। সুযোগ নষ্ট করেছেন বাজে শটে আউট হয়ে। রানের খাতা খোলার আগেই ধরেন প্যাভিলিয়নের পথ। ব্যটিং ব্যর্থতায় ৮ উইকেটের বড় ব্যবধানে কিউইদের বিপক্ষে হারের পর বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল জানালেন সৌম্যকে নিয়ে দলের ভাবনা কী ছিল।

‘বাংলাদেশে এ কথাটা আমরা বলেছি যে সৌম্যকে আমরা সাত নম্বরের রোলে দেখছি। কিন্তু আমরা আজকে যে দলটা খেলেছে, এই দলের কম্বিনেশন যদি দেখেন, আমাদের ষষ্ঠ বোলার কেউ ছিল না। রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাই তার পিঠের চোটের কারণে বল করতে পারছেন না।

হয়ত এই পুরো সিরিজে বল করতে পারবেন না। তো আমাদের ছয় নম্বর বোলিং অপশনই ছিল সৌম্য। আর যে কম্বিনেশনে আজকে খেলেছি, ওই হিসাবে তিন নম্বরে ব্যাটিং করার জন্য আদর্শ সৌম্যই ছিল-যদি আপনারা খেলোয়াড়দের দেখেন, যারা যারা আজকে খেলেছে।’





‘সৌম্যই ছিল তিন নম্বরে খেলার মতো। এই কারণেই তাকে তিনে খেলানো আর যেহেতু ও তিনে খেলেছে আগে, নিউজিল্যান্ডে ওর অভিজ্ঞতা আছে। এ কারণেই তাকে তিন নম্বর রোলে খেলাতে হয়েছে। দ্বিতীয়ত আমরা পাঁচটা বোলার নিয়ে খেলেছি, এই পাঁচটা বোলারের মধ্যে যদি কেউ ভালো না করে তাহলে আমার ষষ্ঠ বোলিং অপশন হিসেবে সৌম্যই আছে। এসবই কারণ।’