সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০ মার্চ বাংলাদেশ সময় ভোর চারটায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যেই নিউজিল্যান্ডে গিয়ে দুই দলে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা।
এখন পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে জয়েন দেখা পায়নি বাংলাদেশ। তাই প্রথমবারের মতো জয়ের স্বাদ পেতে সেরা একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। যদিও বাংলাদেশ দলে নেই সাকিব আল হাসান।
বাংলাদেশের একাদশের ৩ ফাস্ট বোলার এবং দুই স্পিনার থাকার সম্ভাবনাই বেশি। ওপেনার হিসেবে অধিনায়ক তামিম ইকবালের সাথে থাকবেন লিটন দাস। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও আরও একটি সুযোগ পেতে পারেন তরুণ ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত।
তবে সাকিব-আল-হাসান না থাকার কারণে ৪ নম্বর ব্যাটিং পজিশন এ দেখা দিতে পারে সৌম্য সরকারকে। এর পরেই থাকবেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। দুই স্পিনার হিসেবে মেহেদী হাসান মিরাজের সাথে একাদশে দেখা যেতে পারে নাসুম আহমেদকে। একাদশে বাকি ৩ ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং রুবেল হোসেন।
বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল খান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মাহাদী হাসান ও নাসুম আহমেদ।