নিউজিল্যান্ডে বোলিং কোচের পাশাপাশি ব্যাটিং কোচের দায়িত্ব ও পালন করছেন ড্যানিয়েল ভেটোরি

বর্তমানে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের স্পিনারদের নিয়ে কাজ করছেন সাবেক অধিনায়ক স্পিনার ড্যানিয়েল ভেটোরি। বাংলাদেশ ক্রিকেট দলের স্পিনার বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেও বর্তমানে নিউজিল্যান্ড সিরিজের ব্যাটসম্যান দের সাথে নিয়ে কাজ করছেন তিনি। ক্রিকেট বিশ্বে স্পিনার হিসেবে নিজের পরিচয় তুলে ধরলেও ব্যাট হাতেও অনেক সফল ছিলেন তিনি।

বাঁহাতি স্পিনে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০৫ উইকেট শিকারের পাশাপাশি ভেটোরি রান করেছেন প্রায় ৭ হাজার। আন্তর্জাতিক ক্যারিয়ারে তার সেঞ্চুরি ৬টি, ফিফটি ২৭টি।

৮ নম্বরে নেমে তার চেয়ে বেশি রান ও সেঞ্চুরি করতে পারেননি টেস্ট ইতিহাসে কেউ। এমনকি ক্রিকেট বিশ্বের অনেক স্বীকৃত ব্যাটসম্যান ও তার ধারে কাছে নেই। তাইতো নিউজিল্যান্ড সিরিজে বোলিং-এর পাশাপাশি ব্যাটসম্যান দের সাথে হয় দেখা যাচ্ছে তাকে।

নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ডানেডিনে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বললেন, দলে নতুন মাত্রা যোগ করেছেন ভেটোরি।

“ ভেটোরিকে পাওয়া দারুণ ব্যাপার। বছরখানেক ধরে সে আমাদের সঙ্গে কাজ করছে। কোভিডের কারণে যদিও লম্বা সময় তাকে আমরা পাইনি। তবে এখানে তার মতো জ্ঞান ও অভিজ্ঞতার একজনকে পাওয়া অসাধারণ ব্যাপার। শুধু ভেন্যুগুলো নিয়েই নয়, ক্রিকেটারদের নিয়েও, যাদের সঙ্গে সে খেলেছে।”





“ আমাদের বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদের সঙ্গে সে কাজ করছে। সবাই জানি, নিউ জিল্যান্ডের জন্য কতটা গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান সে ছিল। আমাদের দলে তরতাজা প্রাণশক্তি ও মাত্রা নিয়ে এসেছে সে, হয়তো যা আগে আমরা সেভাবে পাইনি। তাকে পাওয়া তাই দারুণ।”