স্থগিত হয়ে যাওয়া বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের উপলক্ষে গত বছরের ২১ ও ২৩ মার্চ বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যকার ২ টি টি টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল বাংলাদেশে। এই লক্ষ্যে প্লেয়ারদের তালিকাও প্রায় চূড়ান্ত করে ফেলেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু ওই মাসেই দেশব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমন ছড়াতে শুরু করলে তা স্থগিত করে দেওয়া হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো স্থগিত হয়ে যাওয়া বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যকার টুর্নামেন্টটি আয়োজনে আশার আলো দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি।

বুধবার (১৭ মার্চ) হোম অব ক্রিকেট মিরপুরে জাতির জনকের ১০১তম জন্মদিনে দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে এসে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘যেহেতু জাতির জনকের জন্মশত বার্ষিকী উদযাপন ডিসেম্বর পর্যন্ত বেড়েছে সেহেতু আমরা একটা আশার আলো দেখছি, এটাকে আবার করা যেতে পারে।





কিন্তু এর সাথে এটাও আমাদের মাথায় রাখতে হবে করোনা পরিস্থিতিও কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে এখন। অতএব এটাও আমাদের চোখে রাখতে হচ্ছে কোন দিকে যায় না যায়। তবে অবশ্যই আমাদের ইচ্ছে আছে যত তাড়াতাড়ি সম্ভব এই টুর্নামেন্টটা করার।’