২০০৭ সালের ক্রিকেট বিশ্বকাপের আজকের এই দিনে ইতিহাস পড়েছিল বাংলাদেশ। সেই দিন কুইনস পার্ক ওভাল, পোর্ট অব স্পেন, ত্রিনিদাদে ভারতকে গ্রুপ পর্ব থেকেই বাড়ি পাঠিয়ে দিয়েছিল বাংলাদেশ। ঐদিন ভারতকে ৫ উইকেটে হারিয়েছিল হাবিবুল বাশারের দল।
ত্রিনিদাদ, কুইনস পার্ক ওভালে বিশ্বকাপে অষ্টম ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে টসে জিতে আগের ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সে সময় ভারতের অধিনায়ক রাহুল দ্রাবিড়। টসে হেরে বোলিং করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারই ভারতের বিধ্বংসী ওপেনার ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগের উইকেট তুলে নেন মাশরাফি বিন মুর্তজা।
মাত্র দুই রান করেই মাশরাফির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। এই ম্যাচে মাশরাফি একাই ৩৮ রানে নেন চারটি উইকেট। ফলে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন তিনি। ভারতের হয়ে সর্বোচ্চ সৌরভ গাঙ্গুলী করেন ৬৬ রান। এছাড়াও যুবরাজ সিং করেন ৪৭ রান।
ব্যাট হাতে ব্যর্থ ছিলেন শচীন টেন্ডুলকার, অধিনায়ক রাহুল দ্রাবিড় এবং ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শচীন টেন্ডুলকারকে ৭ রানেই প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন আব্দুর রাজ্জাক। এছাড়াও রাহুল দ্রাবিড় (১৪) এবং মহেন্দ্র সিং ধোনিকে শূন্য রানে আউট করেছিলেন মোহাম্মদ রফিক।
বাংলাদেশের হয়ে ঐদিন তিনটি করে উইকেট নিয়েছিলেন মোহাম্মদ রফিক এবং আব্দুর রাজ্জাক। ভারতের দেওয়া ১৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে সাহসী জয় পায় বাংলাদেশ। তামিম ৫১ এবং সাকিব ৫৩ রান করে আউট হলেও ৫৬ রান করে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম।