সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। বর্তমানে অনুশীলনের জন্য নিউজিল্যান্ডের কুইন্সটাউন অবস্থান করছে টাইগাররা। সেখানে আজ জন ডেভিস ওভালে নিজদের মধ্যে ভাগ হয়ে এক প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগাররা।
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৩ রান সংগ্রহ করে তামিম একাদশ। তামিম একাদশের হয়ে নাঈম শেখ ১২, সৌম্য সরকার ২৮, মাহমুদুল্লাহ রিয়াদ ৩৫, শেখ মেহেদী হাসান ৩৮, মোহাম্মদ মিঠুন ৬৬* বেঞ্জি ৪৬* রান করে। রুবেল হোসেন ৪২ রানে নেন চারটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ৪৬.৫ ওভারে মাত্র একটি উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নাজমুল একাদশ। ব্যাট হাতে অধিনায়ক নাজমুল হাসান শান্ত ৪০*, লিটন কুমার দাস ৫৯*, মুশফিকুর রহিম ৫৪*, মেহেদী হাসান মিরাজ ৫০* রান করেন।
তামিম একাদশ : তামিম ইকবাল, মোহাম্মদ নাইম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, নিউজিল্যান্ড ক্রিকেটার (১), নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন ও নিউজিল্যান্ড ক্রিকেটার (৪)।
নাজমুল একাদশ : লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরজ, মোহাম্মদ সাইফউদ্দিন, নিউজিল্যান্ড ক্রিকেটার (২), নিউজিল্যান্ড ক্রিকেটার (৩)’ মোহাম্মদ শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রুবেল হোসেন ও নিউজিল্যান্ড ক্রিকেটার (৫)।