নিউ জিল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজে ভালো কিছু করতে চান রুবেল হোসেন

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে এবং ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে নিউ জিল্যান্ডে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গতকাল একদিনের ছুটি কাটিয়ে আবার ও আজ মাঠে ফিরেছ ক্রিকেটাররা। আর অনুশীলনের ফাঁকে দুই পেসার মাতলেন খুনসুঁটিতে। এদিন সাংবাদিকদের ভূমিকায় দেখা গেলো রুবেল হোসেন ও শরিফুল ইসলামকে। শুরুতে পেসার শরিফুল প্রশ্ন করেন রুবেলকে। পরবর্তীতে রুবেল প্রশ্ন করেন শরিফুল।

প্রথমে শরিফুল রুবেলকে প্রশ্ন করে: আমার কাছে মনে হয় আপনি বাংলাদেশের সফলতম পেসারদের একজন। নিউ জিল্যান্ডের সঙ্গে ম্যাচে জেতানোর অনেক অভিজ্ঞতা আপনার আছে। দর্শকরা আপনার কাছে অনেক কিছু আশা করে। তো আপনি এখন কতটুকু চেষ্টা করছেন নিজের সেরাটা দেওয়ার?

রুবেল: অবশ্যই। কারণ আমি সব সময়ই চেষ্টা করি। ইনশাল্লাহ সামনে আমি যদি সুযোগ পাই, আমি আমার শতভাগ দেব। একই সঙ্গে আমি আমার ভালো স্মৃতিগুলো, কীভাবে নিউজিল্যান্ডের সঙ্গে ভালো খেলেছিলাম, চেষ্টা করবো নিজের মাথায় রাখার জন্য। এবং দলের পরিকল্পনা অনুযায়ী প্রয়োগটা খুব ভালো করতে হবে। তো এটাই আর কী। ইনশাল্লাহ আমি আমার সেরা চেষ্টাটা করবো।

শরিফুল: নিউ জিল্যান্ডে এসে বাংলাদেশ কোনও ম্যাচ জেতেনি। এবার কি সেই রেকর্ডটা ভাঙতে পারবো? আপনার কতটুকু আত্মবিশ্বাসী?





রুবেল: ইনশাল্লাহ, ইনশাল্লাহ, অবশ্যই। কারণ আমাদের যে দল, ব্যক্তিগতভাবে মনে করি আমাদের সেই সামর্থ্য আছে। ইনশাল্লাহ আমরা যদি সবাই পরিকল্পনা অনুযায়ী উইকেটের সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারি। টিমের তো অবশ্যই একটা পরিকল্পনা থাকে। আমরা সবাই যদি নিজেদের সেরাটা দিতে পারি তো নিউ জিল্যান্ডের সঙ্গে ভালো কিছু হবে ইনশাল্লাহ।