মাহমুদুল হাসান জয় দুর্দান্ত সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ

আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে ৪৯.৪ ওভারে ২৬০ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। সিরিজটি বাংলাদেশ ইতোমধ্যে জিতে নিয়েছে।

রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি করে মাহমুদুল হাসান জয়। ১২৩ রান করে আউট হন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন আনিসুল ইসলাম ইমন। মহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে আসে ৩৩ রান।

আয়ারল্যান্ডের পক্ষে পিটার চেজ ১টি, মার্ক অ্যাডেয়ার ২টি, গ্যারেথ ডিলানি ২টি, রুহান প্রিটোরিয়াস ২টি ও হ্যারি টেক্টর ২টি করে উইকেট নেন।

বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায়। ব্যক্তিগত ৩ রানে ফিরে যান অধিনায়ক সাইফ হাসান। তবে, আরেক ওপেনার ইমন চালিয়ে খেলতে থাকেন। ৩১ বলে ৪১ রান করে ডিলানির শিকার হন তিনি।





পরে মাহমুদুল হাসান জয় ও তৌহিদ হৃদয়ের ব্যাটে এগোতে থাকে বাংলাদেশ। হৃদয় ব্যক্তিগত ২০ রানে ফিরলেও জয় দারুণ খেলতে থাকেন। অঙ্কনের সঙ্গে ৭১ রানের জুটি গড়েন জয়। ৪৭তম ওভারে অঙ্কন ফিরলে বাকিরাও দ্রুত আউট হয়ে যান।