মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এইচপি দলের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে আগে ব্যাট করতে নেমে সবকয়টি উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড এ দল।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারালেও মাহমুদুল হাসান জয় এবং তৌহিদ হৃদয়ের হাফ সেঞ্চুরিতে জয়ের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত দুই উইকেটে ৩২.৩ ওভারে ১২৭ ধান সংগ্রহ করেছে বাংলাদেশ এইচপি ক্রিকেট দল। মাহমুদুল হাসান জয় ৬৫ এবং তৌহিদ হৃদয় ৫১ রান করে অপরাজিত রয়েছেন।
টসে জিতে বোলিং করতে নেমে শুরুতেই ওপেনার স্টিভেন ডোহেনিকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দলকে প্রথম ব্রেকথ্রু এনে দেন সুমন খান। এরপর জেরমি লেলর এবং মার্ক অ্যাডায়ার মিলে দলের হাল ধরেন। তবে ১১তম ওভারে সুমন খানের জোড়া শিকারে ফিরে যান লেলর এবং অধিনায়ক হ্যারি টেক্টর।
খানিক পর কুর্টিস ক্যাম্ফারকেও বিদায় করেন সুমন। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও রাকিবুল হাসান এবং মুগ্ধর শিকারে ফেরেন আরও ৩ আইরিশ ব্যাটসম্যান। সেখান থেকে দলকে টেনে তোলার লড়াই শুরু হয় প্রিটোরিয়াস এবং হিউম।
তাদের ব্যাটে দলীয় ১৫০ পার করে আয়ারল্যান্ড। তবে বোলিংয়ে এসে তাদের ৫৭ রানের জুটি ভাঙেন সাইফ। ৩৫ রানে বিদায় করেন প্রিটোরিয়াসকে। তুলে নেন বেন হোয়াইটকেও। শেষ ব্যাটসম্যান হিসেবে সুমন খানের বল বোল্ড হন পিটার চেজ। ৩১ রানে ৪ উইকেট নেন সুমন।
ইতিমধ্যেই এই সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ জয়লাভ করে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই দলের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
আইরিশ উল্ভস দল: মার্ক আদির, কার্টিস ক্যাম্পার, পিটার চেজ, গেরেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন দোহেন, জনাথন গার্থ, শেন গেটকেট, গ্রাহাম হুম, জার্মি ললর, জস লিটল, জেমস ম্যাককালাম, নেইল রক, হ্যারি টেক্টর (অধিনায়ক), লর্কান টাকার ও বেন হোয়াইট।
বাংলাদেশ ইমার্জিং দল: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারি, শফিকুল ইসলাম (ইমন), মুকিদুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরী, রেজাউর রহমান রাজা, আমিনুল ইসলাম বিপ্লব, রকিবুল হাসান, তানভির ইসলাম, রিশাদ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলি।