১৪ দিনের কঠোর কোয়ারেন্টাইন শেষে হয়েছে আজ। দলের সাথে যোগ দিচ্ছেন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি।

তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ড সরকারের নিয়ম অনুযায়ী ১৪ দিনের কঠোর কোয়ারেন্টাইন শেষে হয়েছে আজ।

আজ থেকে নিউজিল্যান্ডের স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। শুধু তাই নয় আজ ক্রাইস্টচার্চ ছেড়ে কুইন্সটাউন যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বহর।

সেখানেই শুরু হবে বাংলাদেশের মূল অনুশীলন। আগামীকাল কুইন্সটাউনে দলীয় অনুশীলনের বাংলাদেশ দলের সাথে যোগ দেবেন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি। নিজ শহর অকল্যান্ড থেকে আজ সন্ধ্যায়ই কুইন্সটাউনে দলের সঙ্গে মিলিত হবেন ভেট্টোরি।





এবার নিজ মাটিতে বাংলাদেশের স্পিনারদের কোচিং করাবেন ভেট্টোরি। নিউজিল্যান্ড সফরে টাইগারদের টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়া পর্যন্ত দলের সঙ্গে কাজ করবেন এ কিউই স্পিন বিশেষজ্ঞ। এদিকে কুইন্সটাউনে ৫ দিনের ক্যাম্পের সঙ্গে একটি প্র্যাকটিস ম্যাচ যুক্ত হয়েছে। তারপর ১৮ মার্চ ডানেডিন যাবে। সেই শহরেই ২০ মার্চ প্রথম ওয়ানডে।