বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্টের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। গত বছর মার্চে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) স্থগিত হওয়ার পর এক বছর কেটে গেছে। তবে বাংলাদেশে কোভিড ভ্যাকসিন আসায় আশার আলো দেখা যাচ্ছে ডিপিএল অনুষ্ঠিত হবার।
তবে ওয়ানডে ফরমাটের পরিবর্তে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হতে পারে টি-টোয়েন্টি ফরম্যাটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সমন্বয়ক আমিন খান বলেছিলেন ওয়ানডের বদলে টি-টোয়েন্টি ফরম্যাটে হতে পারে এবারের আসর। একই কথা শোনালেন বিসিবির পরিচালক কাজী ইনাম আহমেদও।
তবে এখনো এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। ক্লাবগুলোর মতামতের উপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন কাজী ইনাম আহমেদ। গতকাল তিনি বলেন, “ঢাকা প্রিমিয়ার লিগে আমরা আগেও ফরম্যাট পরিবর্তন করেছি”।
“যদি দরকার পরে তবে আমরা এবারও করব। তবে বিষয়টি নিয়ে এখনো একটি ওপেন আলাপের বিষয় আছে। ক্লাবদের সঙ্গে আমাদের আগে বসতে হবে। তাদের মতামত আমরা নিব। তাদের মতামতের সঙ্গে বোর্ডের একটা দিক নির্দেশনা আমরা নিব। তারপর একটা ফাইনাল বিষয় চূড়ান্ত করব।”