শাহাদাতের মায়ের কথা ভেবেইৎ শাহাদতের শাস্তি মওকুফ করতে যাচ্ছে বিসিবি

জাতীয় লিগের ম্যাচ চলাকালীন সতীর্থ ক্রিকেটারের গায়ে হাত তোলার দায়ে সব ধরণের ক্রিকেট থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ ন শাহাদাত হোসেন রাজিব। পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করা হয়েছিল ৩৪ বছর বয়সী এ পেসারকে।

তবে শাস্তি কমানোর জন্য বিসিবির কাছে আবেদন করেন শাহাদাত হোসেন। বিশেষ করে মায়ের অসুস্থতার জন্য বিসিবির কাছে আবেদন করেন তিনি। শাহাদাতের মায়ের কথা ভেবেই শাস্তি মওকুফের ভাবনায় বিসিবি।

আজ সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবির অপেরেশনস কমিটির চেয়ারম্যান আকরাম বলেন, ‘এটা নিয়ে আলাপ-আলোচনা চলছে। ডিসিপ্লিনারী কমিটির চেয়ারম্যান যিনি আছেন তাকে এই প্রস্তাবটা দেব যেন ওকে ক্ষমা করে দেয়া হয়। মনে হচ্ছে এটা হয়ে যাবে। যেহেতু ওর মা অসুস্থ এবং চিকিৎসার খরচ চালাতে হিমশিম খাচ্ছে। আশা করছি শাস্তি উঠে গেলেই ক্রিকেটে ফিরতে পারবে শাহাদাত।’

২০১৯ সালে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচের দ্বিতীয় দিনে লংঅফে ফিল্ডিং করছিলেন শাহাদাত, তার পাশেই ছিলেন আরাফাত সানি জুনিয়র। বোলিং করছিলেন মোহাম্মদ শহীদ। এসময় শাহাদাত বল ঘষে উজ্জ্বল করার জন্য আরাফাতকে বলেন। আরাফাত সেটি পারবেন না বা পারছেন না বলে জানান।





এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন শাহাদাত, সঙ্গে সঙ্গেই সতীর্থের দিকে তেড়ে যান। আরাফাতকে ধরে ধাক্কা দেন। এক পর্যায়ে তাকে লাথিও মারেন। পরে অন্য ক্রিকেটাররা এসে পরিস্থিতি শান্ত করেন। মাঠে অখেলোয়াড়সুলভ আচরণের পরও খেলা চালিয়ে যান শাহাদাত। পরেদিনের খেলা শেষে ম্যাচ রেফারি আখতার আহমেদ সিপার এমন ঘটনায় ম্যাচের বাকি দুদিনের জন্য শাহাদাতকে বহিষ্কার করেন।