সেফটি ওয়ার্ল্ড টুর্ণামেন্টে আজ ইংল্যান্ড লিজেন্ড এর বিপক্ষে আগে ব্যাট করে ১১৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ লিজেন্ড। বাংলাদেশ লিজেন্ডের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন খালেদ মাসুদ পাইলট। এছাড়াও মুশফিকুর রহমান ৩০ রান করে অপরাজিত থাকেন। এছাড়াও বাংলাদেশ লিজেন্ড হয়ে হান্নান সরকার ১৩, মোহাম্মদ নাজিম উদ্দিন ১২, জাভেদ ওমর বেলিম ৫, নাফিস ইকবাল ৮, রাজিন সালেহ ৫ রান করে।
বাংলাদেশ লিজেন্ডস : খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ শরীফ, মুশফিকুর রহমান বাবু, এন এম মামুন উর রশিদ, নাফিস ইকবাল, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, খালেদ মাসুদ পাইলট, হান্নান সরকার, জাভেদ ওমর বেলিম, রাজিন সালেহ, মেহরাব হোসেন, আফতাব আহমেদ, আলমগীর কবির।
ইংল্যান্ড লিজেন্ডস : কেভিন পিটারসেন, ওয়াইজ শাহ, ফিল মাস্টার্ড, মন্টিপ্যানেসার, নিজ কম্পটন, কবির আলি,উসমান আফজাল, ম্যাথু হগার্ড, জেমসটিনডাল, ক্রিস ট্রেমলেট, সাজিদ মাহমুদ, জেমস ট্রেডওয়েল, ক্রিস স্কোফিল্ড, জনাথনট্রট এবং রায়ান সাইডবটম।