চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে বড় রানের টার্গেট দিল আয়ারল্যান্ড

আজ চট্টগ্রামের চৌধুরী জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আয়ারল্যান্ড এ ক্রিকেট দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ এইচপি ক্রিকেট দল। আগে ব্যাট করে বাংলাদেশকে ২৬৪ রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড এ ক্রিকেট দল।

এইদিন টসে হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৮৮ রান যোগ করেন জেমস ম্যাককুলাম ও রুহান প্রিটোরিয়াস। শুক্রবার প্রিটোরিয়াসএর কারণে ম্যাচ পরিত্যক্ত হলেও আজ তার ব্যাটেই পথ দেখে আইরিশরা। সুমন খানের বলে উইকেটের পেছনে ম্যাককুলাম ক্যাচ দিলে ভাঙে জুটি। ৬২ বলে ৪১ রান করেন ম্যাককুলাম।

এরপর স্টিফেন ডোহানিকে নিয়ে আরও ৮৫ রানের জুটি প্রিটোরিয়াসের। ফিফটি তুলে নেন রুহান, এগুতে থাকেন সেঞ্চুরির দিকে। কিন্তু তাকে তিন অঙ্কে যেতে দেননি বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। ব্যক্তিগত ৯০ রানে রাকিবুলের বলে বোল্ড হন রুহান।

এরপর টুকটাক রানের দেখা পান পরের ব্যাটসম্যানরাও। স্টিফেন দোহানি ৩৭, অধিনায়ক হ্যারি ট্যাকটর ৩১, শেন গেটকেট ২৯ ও গ্যারেথ ডিলানি করেন ১৮ রান। এদের সম্মিলিত অবদানে আইরিশদের ইনিংস থামে ২৬৩ রানে।

বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে সর্বোচ্চ দুইটি করে উইকেট শিকার পেসার সুমন খান ও স্পিনার রাকিবুলের। একটি করে উইকেট নেন মুকিদুল ও শফিকুল ইসলাম। ১০ ওভারে ৬২ রান দিয়ে সবচেয়ে খরুচে বোলার মুকিদুল।

আইরিশ উল্ভস দল: মার্ক আদির, কার্টিস ক্যাম্পার, পিটার চেজ, গেরেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন দোহেন, জনাথন গার্থ, শেন গেটকেট, গ্রাহাম হুম, জার্মি ললর, জস লিটল, জেমস ম্যাককালাম, নেইল রক, হ্যারি টেক্টর (অধিনায়ক), লর্কান টাকার ও বেন হোয়াইট।





বাংলাদেশ ইমার্জিং দল: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারি, শফিকুল ইসলাম (ইমন), মুকিদুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরী, রেজাউর রহমান রাজা, আমিনুল ইসলাম বিপ্লব, রকিবুল হাসান, তানভির ইসলাম, রিশাদ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলি।