রোড সেফটি ক্রিকেট টুর্ণামেন্টে টসে জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। দেখে নিন সর্বশেষ স্কোর

রোড সেফটি ওয়ার্ল্ড টুর্নামেন্টে আজ উদ্বোধনী ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মোহাম্মদ রফিক। টসে জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছে দুই ওপেনার ব্যাটসম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন এবং জাভেদ ওমর বেলিম।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫.২ ওভারে বিনা উইকেটে ওভারে ৪৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মোহাম্মদ নাজিম উদ্দিন ৩০ এবং জাভেদ ওমর ১৯ রান করে অপরাজিত রয়েছেন।

বাংলাদেশ লিজেন্ডস : খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ শরীফ, মুশফিকুর রহমান বাবু, এন এম মামুন উর রশিদ, নাফিস ইকবাল, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, খালেদ মাসুদ পাইলট, হান্নান সরকার, জাভেদ ওমর বেলিম, রাজিন সালেহ, মেহরাব হোসেন, মোহাম্মদ নাজিম উদ্দিন, আলমগীর কবির।





ভারত লিজেন্ডস : শচিন টেন্ডুলকার,ভিরেন্দর শেবাগ, যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ, ইউসুফ পাঠান, নামান ওঝা, জহির খান, প্রজ্ঞান ওঝা, নোয়েল ডেভিড, মুনাফ প্যাটেল, ইরফান পাঠান এবং মানপ্রিত গনি।